যশোর শহরের ষষ্ঠীতলা এলাকায় আশরাফুল ইসলাম বিপুল হত্যা মামলার প্রধান আসামি বাপ্পি ও তার এক সহযোগীকে আটক করেছে র্যাব-৬। রবিবার (১৩ জুলাই) দুপুরে র্যাব-৬ যশোর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। একইসঙ্গে হত্যাকাণ্ডের নেপথ্যের কারণও উদ্ঘাটন করা হয়েছে বলে দাবি করেছে র্যাব।
এর আগে গত শুক্রবার রাত ৮টার দিকে ষষ্ঠীতলা মোস্তাকের বাড়ির পাশে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন বিপুল (২৫)। পরে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে রাত ৯টা ৪০ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত বিপুল শহরের শেখহাটি জামরুলতলা এলাকার আক্তার হোসেনের ছেলে এবং তিনি একটি বেসরকারি কোম্পানিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, ষষ্ঠীতলা এলাকার এক তরুণীকে বিয়ে করার পর থেকে বিপুল তার স্ত্রীর সাবেক স্বামী বাপ্পির রোষানলে পড়েন। বিয়ের পর থেকেই বাপ্পি তাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন। ঘটনার রাতে বিপুলকে পরিকল্পিতভাবে ফাঁদে ফেলে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ সময় একটি বোমা বিস্ফোরণের শব্দও শোনা যায় বলে জানান স্থানীয়রা।
তবে এলাকাবাসীর একটি অংশ দাবি করেছে, নিহত বিপুলও একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। ওই তরুণীর আগের সংসারে একটি শিশু সন্তান ছিল। বিপুল তার সঙ্গে সম্পর্ক গড়ে তুলে তাকে আগের স্বামীর ঘর থেকে ভাগিয়ে নিয়ে আসেন। এ নিয়ে এলাকায় একাধিকবার সালিশি বৈঠক হয়েছিল এবং তাকে ওই নারীকে ফেরত দিতে অনুরোধও করা হয়েছিল।
র্যাব জানিয়েছে, গ্রেফতার বাপ্পি ও তার সহযোগীর কাছ থেকে হত্যাকাণ্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। মামলাটি এখন পুলিশের নিয়মিত তদন্তের আওতায় রয়েছে।