আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে রায় ঘোষণা করতে যাচ্ছে।
রায়ের আগে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির সামনে ছাত্র-জনতার বুলডোজার নিয়ে বিক্ষোভ শুরু হয়েছে। পুলিশ দ্রুত বেরিকেট স্থাপন করে বিক্ষোভকারীদের প্রবেশ আটকিয়েছে।
বিক্ষোভকারীরা জানান, তারা শেখ হাসিনার ফাঁসির দাবিতে অবস্থান নিয়েছেন এবং স্বৈরাচারের কোনো অস্তিত্ব এই দেশে থাকতে দেবেন না। এ জায়গায় তারা খেলার মাঠ চাইছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, তারা কোনোভাবেই বিক্ষোভকারীদের ভেতরে ঢুকতে দেবে না। তবে সরেজমিনে দেখা যায়, বাধা অতিক্রম করে কিছু বিক্ষোভকারী রাস্তার মধ্যে বসে পড়েছে। পুলিশ তাদের সরানোর চেষ্টা চালাচ্ছে।











