২০২৪ সালের জুলাই-আগস্টে অনুষ্ঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ও শহীদ হওয়া শিক্ষার্থীদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আইউব হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিজ্ঞপ্তিতে সব মাদরাসাকে শহীদ ও আহত শিক্ষার্থীদের তথ্য যাচাই করে নির্ধারিত ছক অনুযায়ী অনলাইনে তথ্য জমা দিতে বলা হয়েছে।
তথ্য যাচাইয়ের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের প্রত্যয়ন সংযুক্ত করতে হবে। অনলাইনে তথ্য পাঠানোর শেষ সময় ২৫ মে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মাদরাসা কর্তৃপক্ষ যেন তথ্য পাঠানোর আগে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের পরিচয় ও ঘটনার সত্যতা যাচাই করে হার্ডকপি আকারে সংরক্ষণ করে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন মাদরাসা সংশ্লিষ্টরা।