কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)। রবিবার (২ নভেম্বর) রাতে এই অভিযান পরিচালিত হয়।
বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কুমিল্লার আদর্শ সদর ও ব্রাহ্মণপাড়া এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে জব্দ করা হয়েছে।
জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ৭৯ লাখ ৫২ হাজার টাকার মোবাইল ফোন ডিসপ্লে এবং ২৫ লাখ ৪৮ হাজার টাকার বিভিন্ন খাদ্য সামগ্রী। লে. কর্নেল জিয়াউর রহমান বলেন, এ ধরনের সীমান্ত অভিযান অব্যাহত থাকবে এবং পাচার রোধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।











