ভারতের ছত্তিশগড় রাজ্যের রায়পুরে ট্রেলার ট্রাক ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ ১৩ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও অন্তত ১১ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৯ জন নারী ও ৪ জন শিশু রয়েছে।
রবিবার (১১ মে) গভীর রাতে রায়পুর-বালোদাবাজার সড়কে সারাগাঁওয়ের কাছে দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।
পুলিশ জানায়, চাতৌদ গ্রামের একটি পরিবার পারিবারিক অনুষ্ঠান শেষে বানসারি থেকে ফিরছিল। পথে যাত্রীবোঝাই তাদের ট্রাকটি বিপরীত দিক থেকে আসা একটি ট্রেলারের সঙ্গে সংঘর্ষে পড়ে।
দুর্ঘটনার পর পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের প্রথমে খারোরা কমিউনিটি হেলথ সেন্টারে এবং পরে রায়পুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
জেলা কালেক্টর গৌরব সিং জানিয়েছেন, প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব সহায়তা দেওয়া হচ্ছে এবং আহতদের চিকিৎসা নিশ্চিত করা হয়েছে। ইতোমধ্যে পুলিশ দুর্ঘটনা সংক্রান্ত একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।
এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় প্রশাসন ও বিভিন্ন সংগঠন।