টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার যমুনা নদীর দুর্গম চরাঞ্চল শুশুয়ায় ৬৯ জন শিশুর মাঝে নতুন পোশাক ও জুতা বিতরণ করা হয়েছে। আন্তর্জাতিক দাতা সংস্থা হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনালের অর্থায়নে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলনের বাস্তবায়নে চাইল্ড স্পন্সরশিপ প্রোগ্রামের আওতায় এই মানবিক সহায়তা প্রদান করা হয়।
রবিবার (২ নভেম্বর) দুপুরে শুশুয়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে ৬৮ জন কন্যা শিশুকে বোরখা, থ্রি-পিস, স্কার্ফ ও জুতা এবং ১ জন ছেলে শিশুকে শার্ট-প্যান্ট, পাঞ্জাবি, পাজামা ও জুতা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুশুয়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি মমিনুর রহমান, সুশীলনের ফিল্ড ফ্যাসিলিটেটর রুমা খাতুন, ভলান্টিয়ার রাশিদা খাতুনসহ স্থানীয় ব্যক্তিবর্গ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সুশীলনের উপপরিচালক মোস্তফা বকলুজ্জামান এবং মনিটরিং অফিসার কাজী ফয়সাল কবির।
সুবিধাভোগী শিশুরা জানায়, হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনালের সহায়তায় তারা সারা বছরই শিক্ষা উপকরণ, খাদ্য, স্বাস্থ্য সহায়তা, পোশাক, খেলাধুলার সরঞ্জাম, ঈদ উপহার, ছাতা, ব্যাগ ও পানির পটসহ বিভিন্ন সুবিধা পাচ্ছেন।
তাদের ভাষায় — “আমরা বন্যাকবলিত এলাকায় থাকি। অভিভাবকেরা এসব দিতে পারেন না। এখন এসব পেয়ে আমরা নিয়মিত মাদরাসায় যেতে পারছি।”
এই উদ্যোগে এলাকায় আনন্দের ছোঁয়া ছড়িয়ে পড়ে, আর অভিভাবকদের মুখে ফুটে ওঠে কৃতজ্ঞতার হাসি।











