সৌদি আরবে হজ নিরাপত্তা বাহিনী অনুমতি ছাড়া মক্কায় প্রবেশের চেষ্টার সময় তিনজন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে। হজ মৌসুমে নিয়ম লঙ্ঘনের দায়ে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।
ধৃতদের একজন সামাজিক মাধ্যমে তাদের প্রবেশের চেষ্টার ভিডিও প্রকাশ করেন। এরপরই তিনজনকে আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
এ ঘটনায় সৌদি পাবলিক সিকিউরিটি বিভাগ হজে অংশগ্রহণকারীদের নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছে। একইসঙ্গে যেকোনো হজ-সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের ঘটনা জানাতে মক্কা, মদিনা, রিয়াদ ও পূর্ব প্রদেশে ৯১১ এবং অন্যান্য অঞ্চলে ৯৯৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।