দীর্ঘদিন পলাতক থাকার পর গোপনে বাড়ি ফেরার পথে যাত্রীবাহী বাস থেকে গ্রেফতার করা হয়েছে ছাত্রলীগের সাবেক এক নেতাকে। টাঙ্গাইলের মধুপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাবলু বুধবার (২৯ অক্টোবর) দুপুরে ঢাকা থেকে মধুপুরে আসার পথে যাত্রীবাহী বাস থেকে নামার আগেই পুলিশের হাতে গ্রেফতার হন তিনি।
এ বিষয়ে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবির বাবলুর আটকের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। এ সময় ওসি এমরানুল কবির জানান, যাত্রীবাহী বাসযোগে ঢাকা থেকে সাবেক এ ছাত্রনেতার মধুপুরে আসার খবর গোপনসূত্রে জেনে অভিযান চালানো হয়। মধুপুর উপজেলার প্রবেশমুখ গাংগাইর রক্তিপাড়া অতিক্রমকালে পুলিশ তাকে গ্রেফতার করে। পরে তাকে থানায় নিয়ে যায়।
আমিনুল ইসলাম বাবলু বিগত ২০০৫ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত মধুপুর উপজেলা ছাত্রলীগের প্রথমে সদস্য সচিব ও পরে সাধারণ সম্পাদক ছিলেন। তিনি মধুপুর উপজেলার পঁচিশা গ্রামের নুরুল হকের ছেলে।











