দীর্ঘদিন পর টাঙ্গাইলের মধুপুর শালবনে বিরল কেলিকদম গাছের খোঁজ মিলেছে। এক মাস আগে ফরেস্টার মোশারফ হোসেন গজারি বনে দুটি কেলিকদম গাছ দেখতে পান। এ খবরে স্থানীয় বৃক্ষপ্রেমী ও গবেষকদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে।
শালবনের সহযোগী বৃক্ষ হিসেবে পরিচিত কেলিকদম দেশে এখন প্রায় বিলুপ্ত। বন বিভাগ জানিয়েছে, দ্রুত বর্ধনশীল বিদেশি গাছের কারণে একসময় শালবনের দেশি প্রজাতি হারিয়ে যায়। বিশেষজ্ঞরা বলছেন, কেলিকদম সংরক্ষণ ও বংশবিস্তার নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি।