প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে ও পড়াশোনায় আগ্রহী করতে ব্যতিক্রমী উদ্যোগ চালিয়ে যাচ্ছে টাঙ্গাইলের মধুপুরের আকাশী গ্রন্থাগার ও বিজ্ঞান ক্লাব। কোমলমতি শিশুদের জন্য কয়েক বছর ধরে ক্লাবটি নিজস্ব সিলেবাসের ভিত্তিতে পরীক্ষা নিয়ে মেধা বৃত্তি প্রদান করে আসছে।
শনিবার (৫ জুলাই) সকালে মধুপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে এবারের বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আকাশী গ্রন্থাগার ও বিজ্ঞান ক্লাবের সভাপতি মনিরুজ্জামান শহীদ এবং প্রধান অতিথি ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বানুরগাছি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হারুন অর রশীদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি টিচিং হসপিটালের পরিচালক প্রফেসর ড. তৈমুর ইসলাম, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মনিরুজ্জামান মনির, উপজেলা সমাজ সেবা অফিসার মোস্তফা হোসাইন, লাইনপাড়া দাখিল মাদ্রাসার সুপার মহসিন, গোলাবাড়ি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের রোকুনুজ্জামান রঞ্জু এবং কৃষি ব্যাংকের মিলন প্রমুখ।
অনুষ্ঠানে ১৬৫ জন শিক্ষার্থীকে মেধা বৃত্তি প্রদান করা হয়। বিজয়ীদের হাতে ক্রেস্ট, সনদপত্র, নগদ অর্থসহ পরিবেশবান্ধব গাছের চারা তুলে দেওয়া হয়।
আকাশী গ্রামের একদল উদ্যমী তরুণের উদ্যোগে গড়া এই গ্রন্থাগার ও বিজ্ঞান ক্লাব স্থানীয়দের বই পড়া ও মেধা বিকাশের সুযোগ তৈরি করছে। তাদের নিজস্ব ভবনেই পরিচালিত হচ্ছে পাঠাগার ও বিভিন্ন সৃজনশীল আয়োজন। তরুণদের এই উদ্যোগ এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে বলে অভিভাবক ও স্থানীয়রা জানিয়েছেন।