বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৩১ দফা রুপরেখা বাস্তবায়নের লক্ষ্যে মধুপুর উপজেলার নয়াপাড়ায় বিশাল কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টায় মধুপুর পৌরসভার ৫ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে নয়াপাড়া মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
সন্ধ্যা হতেই মিছিলের মাধ্যমে পৌর এলাকার নেতাকর্মীরা নয়াপাড়া মাঠে উপস্থিত হন। রাতের মধ্যেই সভাটি জনসভায় রূপান্তরিত হয়ে ওয়ার্ড পর্যায়ে সর্বাধিক উপস্থিতি নিশ্চিত করে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জিয়া ফাউন্ডেশনের পরিচালক এডভোকেট মোহাম্মদ আলী বলেন, “বিগত সময়ে নানা জেল, জুলুম ও মামলার মধ্যেও জনসাধারণের পাশে থেকেছি। মনোনয়ন পেলে মধুপুর-ধনবাড়ীর জনগণের উন্নয়নে কাজ করব এবং তারেক রহমান ঘোষিত ৩১ দফা রুপরেখা বাস্তবায়নে এলাকার মানুষকে সঙ্গে নিয়ে অগ্রসর হব।”
সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সদস্য শাহীন আব্দুল ওয়াদুদ, এবং সঞ্চালনা করেন পৌর ছাত্র দলের সাবেক সিনিয়র আহ্বায়ক মো. মোশারফ হোসেন সরকার মনি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য আলহাজ্ব আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি জয়নাল আবেদীন বাবলু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মনোনীত মেয়র প্রার্থী আব্দুল লতিফ পান্না, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান সরকার, মধুপুর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল মান্নান, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক মিনজুর রহমান নান্নু।
অন্যান্য বক্তারা ছিলেন জেলা ছাত্রদলের সাবেক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক সোহেল রানা মাসুম, উপজেলা মহিলা দলের সভানেত্রী হামিদা বেগম, পৌর মহিলা দলের সভানেত্রী সোনিয়া আকন্দ, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান আব্দুল, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহ্বায়ক এস এম শ্রাবণ হাবিব রুবেল, এবং ৫ নং ওয়ার্ডের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো হারুন অর রশিদ আকন্দ।
এ সময় উপজেলা বিএনপি, যুবদল, মহিলা দল, ছাত্রদলসহ সকল সহযোগী অঙ্গসংগঠনের সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।