টাঙ্গাইলের মধুপুরে জ্বরে আক্রান্ত মৃত গার্মেন্টস কর্মীর বাড়ি মহিষমারা ইউনিয়নের টেক্কার বাজার, গারো বাজার সহ মৃতের বাড়ির চারিদিকে দুই কিলোমিটার এলাকা লকডাউন করা হয়েছে।
এ বিষয়ে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরা জানান, ঐ এলাকা ১৪ দিনের জন্য লকডাউন করে এসেছি। মৃতের রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে। তার বাড়িসহ আশে পাশের দুই কিলোমিটার এলাকা লকডাউন করা হয়েছে। নিহতের লাশ দাফন করা হয়েছে। রক্ত পরীক্ষায় যদি করোনা সনাক্ত না হয় তবে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, মঙ্গলবার (৩১ মার্চ) বেলা দুইটার দিকে জ্বর-বমি-পাতলা পায়খানা নিয়ে মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়নের মহিষমারা গ্রামের টেক্কার বাজার এলাকায় হবিবুর রহমান হবি (৩৫) নামে এক গার্মেন্টস কর্মীর মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছে সন্দেহ করা হচ্ছে।