বিএনপি নেতা ও শিক্ষক মোশাররফ আহমেদ ঠাকুর অভিযোগ করেছেন, ড. ইউনূস সরকারের সরাসরি মদদেই দেশে মব সৃষ্টি হচ্ছে এবং এর দায় একদিন আদালতে দাঁড়িয়ে ইউনূস সরকারকেই নিতে হবে।
বুধবার এক বক্তব্যে তিনি বলেন, ৫ ফেব্রুয়ারির পর ড. ইউনূস বলেছিলেন, ক্ষতিগ্রস্তরা মামলা করলে সরকার ব্যবস্থা নেবে। এ বক্তব্যকে তিনি ‘মৌন সমর্থন’ আখ্যা দিয়ে বলেন, ঘটনার সময় কোনো প্রতিরোধ না করে পরে মামলা করতে বলা মানেই মবকে উসকে দেওয়া।
তিনি বলেন, ‘এখন পর্যন্ত যত মব হয়েছে, সবই সরকারের প্রত্যক্ষ আশ্রয়ে-প্রশ্রয়ে হয়েছে। একদিন স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিরুদ্ধেও মামলা হবে। তখন আদালতে দাঁড়িয়ে স্বীকার করতে হবে—আমরা আশ্রয় দিয়েছি, পৃষ্ঠপোষকতা করেছি।’
মোশাররফ আহমেদ ঠাকুরের দাবি, এই মব সৃষ্টির পেছনে মূল উদ্দেশ্য হলো আসন্ন নির্বাচন বিলম্বিত করা। তিনি বলেন, ‘পরিস্থিতি অস্থিতিশীল করে সরকার পরে বলবে দেশে নির্বাচনের পরিবেশ নেই।’
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘সবকিছুর জবাব একদিন আদালতেই দিতে হবে।’