মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় মৃত্যুর মিছিল থামছে না। সর্বশেষ মারা গেলেন মাসুমা (৩২) নামে প্রতিষ্ঠানের এক নারী স্টাফ। শনিবার (২৬ জুলাই) সকাল ১০টা ১৫ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার সময় মাসুমা ভবনের দ্বিতীয় তলায় অবস্থান করছিলেন বলে জানা গেছে। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, এ নিয়ে মর্মান্তিক এ ঘটনায় মোট মৃত্যু হয়েছে ৩৫ জনের।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক ডা. নাসির উদ্দীন জানান, দগ্ধদের অবস্থা বিবেচনায় আলাদা ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। চীন ও সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসকরাও সহায়তা করছেন। বর্তমানে ১৫ জনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে, যাদের মধ্যে কয়েকজনকে আগামীকাল বা পরশু হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হতে পারে।
তবে এখনও তিনজন রোগী সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আজ থেকেই রোগীদের ধীরে ধীরে বাড়ি ফেরানোর কার্যক্রম শুরু হচ্ছে।
ঘটনাস্থলের পাশাপাশি হাসপাতাল চত্বরে সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও বিমানবাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে। বার্ন ইনস্টিটিউট থেকে জানানো হয়েছে, আপাতত রক্ত বা চামড়ার ডোনারের প্রয়োজন নেই এবং আহতদের চিকিৎসার সমস্ত ব্যয় সরকার বহন করবে।
এদিকে, নিহতদের স্মরণে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আগামী রোববার ও সোমবার বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।