উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহত ও অগ্নিদগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ভারত বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স এবং বিশেষায়িত চিকিৎসা সরঞ্জাম পাঠাচ্ছে। এ ঘটনায় নিহতদের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোক প্রকাশ করেছেন এবং অগ্নিদগ্ধদের চিকিৎসা সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন।
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশন বুধবার (২৩ জুলাই) এক ভেরিফায়েড ফেসবুক পোস্টে জানিয়েছে, শিগগিরই ভারতের চিকিৎসক দল বাংলাদেশে পৌঁছাবে। তারা দুর্ঘটনায় গুরুতর আহতদের অবস্থা পর্যবেক্ষণ করবে এবং প্রয়োজনে ভারতে নিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করবে।
পোস্টে বলা হয়, ২১ জুলাই মর্মান্তিক বিমান দুর্ঘটনার পর প্রধানমন্ত্রী মোদি মানবিক সহায়তা ও চিকিৎসা সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছিলেন। এরই অংশ হিসেবে অগ্নিদগ্ধ বিশেষজ্ঞ ডাক্তার ও নার্সদের একটি দল জরুরি চিকিৎসা সামগ্রীসহ ঢাকা আসছে। রোগীদের প্রাথমিক অবস্থা মূল্যায়নের পর প্রয়োজনে অতিরিক্ত চিকিৎসকদলও বাংলাদেশে পাঠানো হতে পারে।
এর আগে, বাংলাদেশ সরকারকে আহতদের চিকিৎসা সংক্রান্ত তথ্য চেয়ে চিঠি দিয়েছে ভারতীয় হাই কমিশন। এতে দুর্ঘটনায় হতাহতদের দ্রুত চিকিৎসার জন্য ভারতের সম্ভাব্য সহযোগিতার প্রস্তাব স্পষ্টভাবে জানানো হয়।
এই মানবিক সহায়তা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের একটি বড় উদাহরণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। মাইলস্টোন ট্র্যাজেডির ঘটনায় প্রাণ হারানো শিক্ষার্থী ও শিক্ষক-অভিভাবকদের আত্মার মাগফিরাত কামনা করেছেন সবাই।