মাগুরায় চাঞ্চল্যকর শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আদালতে বিচার শুরু হয়েছে। চার্জ শুনানি শেষে ৪ আসামির বিরুদ্ধে আগামী ২৭ এপ্রিল সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন আদালত।
বুধবার (২৩ এপ্রিল) সকালে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে চার্জ শুনানি হয়। পরে অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন বিচারক। এসময় প্রধান অভিযুক্ত হিটু শেখসহ ৪ আসামিকে আদালতে হাজির করা হয়।
এর আগে, গত ১৩ এপ্রিল মাগুরায় আলোচিত শিশু ধর্ষণ মামলার চার্জশিট আদালতে দাখিল করে পুলিশ। গত ৬ মার্চ মাগুরা সদরের নান্দুয়ালী গ্রামে বোনের বাড়িতে বেড়াতে এলে, বোনের শ্বশুর হিটু শেখ শিশুটিকে ধর্ষণের পর হত্যাচেষ্টা চালায়। পরে চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে শিশুটির মৃত্যু হয়। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে মামলা দায়ের করেন। জবানবন্দিতে প্রধান অভিযুক্ত হিটু শেখ ধর্ষণের দায় স্বীকার করে।