মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের শীর্ষ দুই কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ (রোববার, ৩ আগস্ট) প্রথম সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।
মামলায় প্রধান আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এছাড়া অপর আসামিরা হলেন—সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১-এ মামলার সূচনা বক্তব্য উপস্থাপন করছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। বাংলাদেশ টেলিভিশন (BTV) মামলার কার্যক্রম সরাসরি সম্প্রচার করছে।
তিন আসামির মধ্যে একমাত্র চৌধুরী মামুন বর্তমানে কারাগারে আটক এবং তিনি দায় স্বীকার করে রাজসাক্ষী হওয়ার আবেদন করেছেন, যা আদালত গ্রহণ করেছে। বাকি দুইজন—শেখ হাসিনা ও কামাল—পলাতক হিসেবে মামলায় অন্তর্ভুক্ত রয়েছেন।
শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন, আর মামুনের পক্ষে জায়েদ বিন আমজাদ আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করছেন।
এই মামলাকে জুলাই আন্দোলন দমনসংক্রান্ত মানবতাবিরোধী অপরাধের সবচেয়ে গুরুত্বপূর্ণ মামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে। মোট ৮১ জন সাক্ষীর তালিকা থাকলেও, ২৫-৩০ জন গুরুত্বপূর্ণ সাক্ষীকে ট্রাইব্যুনালে হাজির করা হবে বলে জানিয়েছে প্রসিকিউশন।
মামলার মূল অভিযোগসমূহ:
আবু সাঈদ হত্যায় সরাসরি নির্দেশনা ও প্ররোচনা
- চাঁনখারপুলে ৬ জনকে হত্যার নির্দেশ
- আশুলিয়ায় লাশ পোড়ানোর নির্দেশ
- মারণাস্ত্র ব্যবহারে উসকানি
- হত্যাকাণ্ডে সরাসরি সংশ্লিষ্টতা