মানিকগঞ্জের শিবালয়ে এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে পাঁচ বখাটেকে আটক করেছে স্থানীয়রা। রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ষাইট ঘর তেওতা বটতলা মোড়ে এ ঘটনা ঘটে।
আটকরা হলেন—শিবালয়ের তেওতা ইউনিয়নের সাতুরিয়া গ্রামের ইমরান শেখ (২৩), আশিক খাঁ (২৪), শিপন খাঁ (২৪), ইয়াছিন শেখ (২২) এবং ফরিদ শেখ (২০)। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।
মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী তার বান্ধবীর সঙ্গে স্কুল থেকে ফেরার পথে পথরোধ করে ইমরানসহ পাঁচজন বখাটে। তারা ওড়না টেনে ছাত্রীকে ফেলে দিয়ে শ্লীলতাহানির চেষ্টা করলে ছাত্রী ও তার বান্ধবী আত্মচিৎকার করে। পরে স্থানীয়রা এগিয়ে এসে ছাত্রীকে উদ্ধার করে এবং অভিযুক্তদের ধরে পুলিশে সোপর্দ করে।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, “ইভটিজিংয়ের ঘটনায় পাঁচ যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু হয়েছে। সোমবার আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।” তিনি আরও বলেন, শিবালয় থানা পুলিশ ইভটিজিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছে।