টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) “Implementation of OBE Curriculum: Continuous Improvement and Associated Challenges” শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে। রোববার ও সোমবার (২১ ও ২৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি কনফারেন্স রুমে এ কর্মশালার আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র উদ্যোগে আয়োজিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাভাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. আনোয়ারুল আজীম আখন্দ।
প্রথম দিনে (২১ সেপ্টেম্বর) ইঞ্জিনিয়ারিং, সামাজিক বিজ্ঞান ও বিজ্ঞান অনুষদের অধিভুক্ত বিভাগের Program Self Assessment Committee (PSAC) সদস্যরা অংশগ্রহণ করেন। আগামী (২৩ সেপ্টেম্বর) লাইফ সায়েন্স ও বিজনেস স্টাডিজ অনুষদের সদস্যরা অংশ নেবেন।
ভিসি অধ্যাপক ড. আনোয়ারুল আজীম আখন্দ বলেন, “প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে অংশগ্রহণকারীরা OBE কারিকুলাম বাস্তবায়নের চ্যালেঞ্জ অতিক্রম করতে পারবেন। এতে শিক্ষার্থীরা উপকৃত হবে এবং শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক আরও উন্নত হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মতিউর রহমান, স্বাগত বক্তব্য রাখেন উপ-পরিচালক অধ্যাপক ড. খায়রুল ইসলাম এবং সঞ্চালনা করেন অধ্যাপক ড. শাহ্ আদিল ইশতিয়াক আহমদ।