মাত্র দুই মাসের ব্যবধানে দ্বিতীয়বার যুক্তরাষ্ট্র সফরে গেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসিম মুনির। এবারও সফরের মঞ্চ থেকে ছুড়লেন কড়া হুঁশিয়ারি। ফ্লোরিডার টাম্পায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি ভারতকে সতর্ক করে বলেন, “সিন্ধু নদে ভারত বাঁধ নির্মাণ শেষ করুক, তারপর সেখানে ১০টি মিসাইল ছুড়বো।”
অনুষ্ঠানে অসিম মুনির আরও বলেন, পাকিস্তান পারমাণবিক শক্তিধর দেশ। যদি পাকিস্তানের অস্তিত্ব হুমকির মুখে পড়ে, তাহলে বিশ্বকে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে। তার ভাষায়, “যদি আমরা ডুবি, তাহলে আমাদের সঙ্গে বিশ্বের অর্ধেককে ডুবিয়ে দেবো।” যা স্পষ্টতই আঞ্চলিক পারমাণবিক যুদ্ধের হুমকি হিসেবে দেখা হচ্ছে।
চলতি বছরের মে মাসে ভারত-পাকিস্তানের মধ্যে চারদিনের সংঘাত হয়। এর আগে, এপ্রিল মাসে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মিরের পেহেলগামে সশস্ত্র হামলায় ২৬ জন নিহত হন। ওই ঘটনার জেরে সিন্ধু নদ চুক্তি বাতিল করে ভারত এবং ঘোষণা দেয়, পাকিস্তানকে আর সিন্ধুর পানি সরবরাহ করা হবে না।