মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন শুক্রবার জানিয়েছে, আগামী মাসগুলোতে সিরিয়ায় মোতায়েনকৃত মার্কিন সেনার সংখ্যা প্রায় অর্ধেক কমিয়ে ১ হাজারের নিচে নামিয়ে আনা হবে।
ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীকে পরাজিত করতে এক দশক ধরে সিরিয়ায় সেনা পাঠাচ্ছে ওয়াশিংটন। তবে এখনও আইএসের অবশিষ্ট অংশ দেশের বিভিন্ন অঞ্চলে হুমকি সৃষ্টি করছে।
পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল এক বিবৃতিতে জানিয়েছেন, এই একত্রীকরণ প্রক্রিয়া পরিকল্পিত এবং শর্ত-ভিত্তিক হবে, যার ফলে মার্কিন সেনার সংখ্যা ১ হাজারের নিচে নেমে আসবে। তবে, মার্কিন কেন্দ্রীয় কমান্ড সিরিয়ায় আইএসের বিরুদ্ধে অভিযান চালাতে প্রস্তুত থাকবে।
যুক্তরাষ্ট্রের সেনা উপস্থিতি নিয়ে পূর্বে সন্দেহ প্রকাশ করেছিলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, বিশেষ করে সিরিয়ায় চলমান গোলমালের সাথে যুক্ত থাকার বিষয়ে। তবে তিনি সিরিয়ায় সেনা রেখে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।
এদিকে, সিরিয়ায় সেনা কমানোর পাশাপাশি, ইরাকেও মার্কিন নেতৃত্বাধীন জোটের উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে।