ইসরায়েলি হামলা ও গণহত্যার বিরুদ্ধে ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে আজ শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হচ্ছে ‘মার্চ ফর গাজা’। কর্মসূচিকে ঘিরে এলাকা জুড়ে নেওয়া হয়েছে বহিস্তর নিরাপত্তা। সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ, গোয়েন্দা সংস্থার সদস্যসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন, পর্যাপ্ত নিরাপত্তার পাশাপাশি পৃথক ট্রাফিক ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।
ডিএমপির গোয়েন্দা প্রধান রেজাউল করিম মল্লিক জানান, সাইবার ইউনিটসহ একাধিক টিম মাঠে কাজ করছে। গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে যেন শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন হয়।
আয়োজকদের দিকনির্দেশনা:
- অংশগ্রহণকারীদের ব্যক্তিগতভাবে পানি, মাস্ক, ছাতা সঙ্গে রাখার অনুরোধ।
- রাজনৈতিক প্রতীক নয়, কেবল বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা ব্যবহারে উৎসাহ।
- সৃজনশীল ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে অংশগ্রহণ এবং দুষ্কৃতকারীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান।
- আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও স্বেচ্ছাসেবকদের সহযোগিতার অনুরোধ।
কর্মসূচিকে ঘিরে নগরবাসীর মধ্যে রয়েছে বাড়তি আগ্রহ ও সচেতনতা।