মালয়েশিয়ার শ্রমবাজারে আবারও সিন্ডিকেট গঠনের আশঙ্কায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব রিক্রুটিং এজেন্সি (বায়রা) সদস্যরা।
সোমবার (১৯ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান সংগঠনটির নেতারা।
বক্তারা জানান, অতীতে কিছু রিক্রুটিং এজেন্সি সিন্ডিকেট গঠনের মাধ্যমে শ্রমবাজারে একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল। সেই সময় সিন্ডিকেটবিরোধী অবস্থান নেওয়ায় বায়রার অনেক সদস্যকে হামলার শিকার হতে হয়েছে। এমনকি ডিআরইউ ভবনে ভাঙচুরও চালানো হয়। এতে বায়রার সাবেক যুগ্ম মহাসচিব মোহাম্মদ ফখরুল ইসলামসহ অনেকে আহত হন।
এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ এবং দোষীদের বিচারের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।
এদিকে চলতি সপ্তাহের ২১ ও ২২ মে ঢাকায় বাংলাদেশ-মালয়েশিয়া যৌথ কারিগরি কমিটির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই বৈঠকে সিন্ডিকেট ইস্যু অন্যতম আলোচ্য বিষয় হতে পারে বলে জানা গেছে।
বায়রা সদস্যরা মালয়েশিয়ার শ্রমবাজারকে আরও স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক করতে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন।