মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ আজ থেকে শুরু করেছে ‘অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি ২.০’, যার মাধ্যমে দেশটিতে অবস্থানরত অবৈধ বিদেশি নাগরিকরা স্বেচ্ছায়, মানবিক ও আইনানুগভাবে নিজ দেশে ফেরার সুযোগ পাবেন।
ইমিগ্রেশন বিভাগ এক ফেসবুক পোস্টে জানিয়েছে, কর্মসূচির প্রথম দিনেই অভিবাসীদের অংশগ্রহণ ছিল উৎসাহজনক। মালয়েশিয়ার বিভিন্ন অঞ্চল থেকে অনেক অভিবাসী নির্ধারিত কেন্দ্রে এসে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই এবং ফেরার প্রক্রিয়ায় অংশ নিয়েছেন।
পোস্টে আরও বলা হয়, এ কর্মসূচি সম্পূর্ণ স্বচ্ছতা, দক্ষতা এবং সততার ভিত্তিতে পরিচালিত হচ্ছে, যাতে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখা সম্ভব হয়।
ইমিগ্রেশন বিভাগ অভিবাসীদের প্রতি আহ্বান জানিয়েছে, সুযোগ থাকা অবস্থায় যেন তারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করে নিজ দেশে ফেরার প্রক্রিয়া সম্পন্ন করেন, যাতে পরবর্তীতে কোনো আইনি জটিলতায় না পড়তে হয়।
এ কর্মসূচি ভবিষ্যতেও আরও উন্নত ব্যবস্থাপনার মাধ্যমে চালু রাখার পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়েছে।