মালয়েশিয়ায় স্ত্রীর মৃত্যুর পর একমাত্র শিশুকন্যাকে নিয়ে চরম অনিশ্চয়তায় দিন পার করছেন বাংলাদেশি প্রবাসী মোহাম্মদ আলাউদ্দিন (৩৯)। মেয়ের নানা জটিল শারীরিক সমস্যা ও নিজের ভিসা জটিলতায় বিপর্যস্ত হয়ে পড়েছেন তিনি।
মালয়েশিয়ান সংবাদমাধ্যম সিনার হারিয়ান-এ প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে আলাউদ্দিনের জীবনসংগ্রামের করুণ চিত্র। ২০১৭ সালে মালয়েশিয়ার নাগরিক নূর শাইল্লাহ রিভাথিকে বিয়ে করেন তিনি। তাদের একমাত্র কন্যাসন্তান সিতি আমিনা বর্তমানে সাত বছর বয়সী।
স্ত্রী রিভাথির মৃত্যুর পর আলাউদ্দিনের কাঁধে মেয়ের পুরো দায়িত্ব পড়েছে। কিন্তু মেয়েটি জন্মগতভাবে জরায়ুহীন, শ্রবণ সমস্যায় ভুগছে, একটি কিডনিতে সমস্যা রয়েছে এবং ডান হাতে বিকৃতি রয়েছে—ফলে তাকে বাড়িতে থেকেই মেয়ের দেখভাল করতে হচ্ছে।
আলাউদ্দিন বর্তমানে একটি অস্থায়ী ভিজিট পাসে (পিএলএস) মালয়েশিয়ায় আছেন, যার মেয়াদ শেষ হচ্ছে ২৭ মে। এরপর তিনি হয়ে পড়বেন অনিবন্ধিত অভিবাসী। আগে এক প্রতারকের কাছে ভিসা আবেদনের জন্য ৭,৫০০ রিঙ্গিত দিলেও সেটি হাতিয়ে নিয়ে সে উধাও হয়ে যায়।
এখন তিনি মালয়েশিয়া সরকারের কাছে মানবিক বিবেচনায় স্থায়ী ভিসা অনুমোদনের আবেদন জানিয়েছেন, যাতে মেয়েকে নিরাপদে নিজের কাছে রাখতে পারেন।
স্থানীয় প্রতিবেশীরা ও কিছু সমাজসেবী সংস্থা ইতোমধ্যেই তার পাশে দাঁড়িয়েছে, আইনি সহায়তা ও পরামর্শ দিচ্ছে এবং বিষয়টি দ্রুত সমাধানের আহ্বান জানিয়েছে।
এক প্রতিবেশী বলেন, “এই মানুষটি একদিকে স্ত্রীহারা, অন্যদিকে মেয়ের দায়িত্ব ও ভিসা সংকট—এই পরিস্থিতি খুবই হৃদয়বিদারক। আমরা চাই সরকার মানবিকভাবে বিবেচনা করে দ্রুত পদক্ষেপ নিক।”