বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বন্ধ থাকা শ্রমবাজার নিয়ে আলোচনা করতে এ মাসেই গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে দুই দেশ। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ড. আসিফ নজরুল ১৫ মে মালয়েশিয়ার পুত্রজায়ায় দুটি উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন। সকাল সাড়ে ১০টায় মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রীর সঙ্গে এবং দুপুর আড়াইটায় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এই বৈঠকের মাধ্যমে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া পুনরায় চালু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এতে করে দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আশাবাদ তৈরি হয়েছে।
তবে মালয়েশিয়ায় কলিং ভিসায় গিয়ে দীর্ঘদিন ধরে অবৈধ অবস্থায় থাকা হাজারো প্রবাসী রয়েছেন চরম অনিশ্চয়তায়। বৈধতা না পাওয়ায় তারা মানবেতর জীবন যাপন করছেন। এদের মধ্যে একজন, মাহবুবুর রহমান, বলেন, “আমাদের কেউ দেখছে না। বৈধতার সুযোগ পেলে আমরা আবার স্বপ্ন দেখতে পারি।”
২০২৩ সালের ৩১ মে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হয়ে যায়। এর পেছনে তৎকালীন সরকারের মন্ত্রী-এমপি ও কিছু রিক্রুটিং এজেন্সির সিন্ডিকেটকে দায়ী করা হয়। নতুন সরকারের সঙ্গে এই বৈঠক সফল হলে আবারও শ্রমবাজার খুলে যেতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।