রাজধানীর মিরপুর ১১ নম্বর মেট্রোস্টেশনের পাশে একটি গার্মেন্টস এক্সেসরিজ অফিস থেকে ইমরান হোসেন আফজাল (৩৫) নামে এক ম্যানেজারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ঐ অফিসে দীর্ঘদিন ধরে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
পরিবারের দাবি, শনিবার (১৬ আগস্ট) রাত থেকে নিখোঁজ ছিলেন ইমরান। পরদিন রোববার রাতে এক আত্মীয়ের মাধ্যমে খবর পেয়ে স্বজনরা মিরপুর-১১ মেট্রোস্টেশন সংলগ্ন অফিসে গিয়ে মরদেহের সন্ধান পান।
নিহতের পরিবারের অভিযোগ, অফিস মালিকের ছেলে ইমরানকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। এ বিষয়ে থানায় অভিযোগ জানানো হলে পুলিশ সন্দেহভাজন হিসেবে মালিকপুত্রকে হেফাজতে নিয়েছে।
নিহত ইমরানের বাড়ি শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলায়। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।