টাঙ্গাইলের মির্জাপুরে জেলা প্রশাসক শরীফা হকের নির্দেশে একযোগে ৬৫টি মাধ্যমিক বিদ্যালয়ে কৃষ্ণচূড়া, সোনালু ও জারুল গাছের চারা রোপন করা হয়েছে। ‘একটি শিশু, একটি স্বপ্ন-ফুলের সঙ্গে বিকশিত হোক আগামীর প্রজন্ম’ স্লোগানে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। সোমবার দুপুরে মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও মির্জাপুর সরকারি সদয় কৃষ্ণ পাইলট উচ্চ বিদ্যালয়ে গাছের চারা রোপন করে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ.বি.এম আরিফুল ইসলাম।
জানা গেছে, গত বুধবার জেলা প্রশাসক শরীফা হকের নির্দেশে টাঙ্গাইলের জেলার ১২টি উপজেলার ১ হাজার ৬২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিটিতে একযোগে ১টি করে কৃষ্ণচূড়া, ১টি জারুল এবং ১টি সোনালু গাছের চারা রোপণ করা হয়। তারই ধারাবাহিকতায় সোমবার উপজেলার প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়েও তিনটি করে গাছের চারা রোপন করা হয়েছে।
শুধু প্রাথমিক বা মাধ্যমিক বিদ্যালয়গুলোতেই নয়, উপজেলার যে সকল বিনোদন উপযোগী জায়গা আছে, সেগুলো চিহ্নিত করে সেখানেও এসব চারা রোপন করা হবে বলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ.বি.এম আরিফুল ইসলাম জানিয়েছেন।
এসময় মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার হায়দার খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কহিনুর রহমান, মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান উদ্দিন ও মির্জাপুর সরকারি সদয় কৃষ্ণ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন।