মির্জাপুর
,
সংবাদ দাতা
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে মতিয়ার রহমান (৫০) নামে এক ব্যক্তিকে গুলি করে আহত করার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে উপজেলার মহেড়া ইউনিয়নের দেওভোগ গ্রামে এ ঘটনা ঘটে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় আহত মতিয়ার রহমানের বড় ভাই ইঞ্জিনিয়ার মজিবর রহমান প্রেসক্লাবে এসে ঘটনার বিস্তারিত জানিয়ে বলেন, তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মতিয়ার রহমান দেওভোগ গ্রামের বলিয়ার রহমানের ছেলে।
মির্জাপুর থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে। অভিযোগে বলা হয়, দেওভোগ গ্রামে মতিয়ার রহমানের পৈত্রিক ১ একর ১৩ শতাংশ জমি নিয়ে পাশ্ববর্তী ধল্যা গ্রামের মোনায়েম খানের ছেলে শহীদ খান, ফরহাদ খান, ফুয়াদ খান ও মাসুদ খানের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এই বিরোধকে কেন্দ্র করে তারা বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। গত ১২ ডিসেম্বরও মতিয়ার থানায় লিখিত অভিযোগ করেছিলেন।
ঘটনার দিন বৃহস্পতিবার সকালেই মতিয়ার রহমান বাড়ি থেকে ধল্যা যাওয়ার পথে দেওভোগ গ্রামের রাস্তায় পৌছালে শহীদ খানের নেতৃত্বে আসামীরা মাইক্রোবাস ও মোটরসাইকেল নিয়ে তার গতিরোধ করে। এক পর্যায়ে তর্কবিতর্কের সময় তার মাথা লক্ষ্য করে গুলি ছুড়ে, যা তার কান দিয়ে ছিদ্র হয়ে বের হয়। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে জামুর্কী ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সাভার মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদুল ইসলাম জানিয়েছেন, মতিয়ার রহমানের কানে গুলি লেগে ছিদ্র হয়েছে। অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, বিষয়টি তাদের অবগতি হয়েছে। অভিযোগের তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।











