মির্জাপুর
,
সংবাদ দাতা
টাঙ্গাইল-৭ (মির্জাপুর) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল্লাহ তালুকদারকে বিজয়ী করতে ১০ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে কাজ করবে—এমন ঘোষণা দিয়েছেন জোটের নেতৃবৃন্দ।
বুধবার (২১ জানুয়ারি) বিকেলে মির্জাপুর উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইয়াহইয়া খান মারুফের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল্লাহ তালুকদার, খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী (প্রত্যাহারকৃত) মাওলানা আবু তাহের তালুকদার, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী (প্রত্যাহারকৃত) মাওলানা মনিরুজ্জামান খান, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি আসাদুজ্জামান ছিটু, বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মাওলানা বদিউজ্জামান, উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী লিটন হোসেনসহ জোটভুক্ত বিভিন্ন দলের নেতারা।
সংবাদ সম্মেলনে সঞ্চালনার দায়িত্ব পালন করেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাফেজ মাওলানা আবুল কাশেম মৃধা।
এ সময় নিজেদের প্রার্থিতা প্রত্যাহারকারী দুই নেতা মাওলানা আবু তাহের তালুকদার ও মাওলানা মনিরুজ্জামান খানসহ উপস্থিত নেতৃবৃন্দ ঘোষণা দেন, টাঙ্গাইল-৭ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী মাওলানা আব্দুল্লাহ তালুকদারকে বিজয়ী করতে সবাই ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করবেন।
সংবাদ সম্মেলনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল্লাহ তালুকদার বলেন, “আমি নির্বাচিত হলে নিজে দুর্নীতি করবো না এবং কাউকেও দুর্নীতি করতে দেবো না। উপজেলার অবহেলিত গ্রামগুলোর উন্নয়ন অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে।”
তিনি আরও বলেন, “ভিন্ন ধর্মাবলম্বীরা যেন তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান স্বাধীনভাবে পালন করতে পারে এবং সমান নাগরিক অধিকার ভোগ করে—সে বিষয়টি আমি নিশ্চিত করবো।”











