টাঙ্গাইলের মির্জাপুরে নিখোঁজের দুইদিন পর নারায়ণ পাল (৯৮) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ অক্টোবর) দুপুরে পৌর এলাকার পোস্টকামুরী পালপাড়া গ্রামের একটি পুকুরে তার লাশ ভেসে ওঠে। নিহত নারায়ণ পাল ওই গ্রামের নিবারণ পালের ছেলে।
নারায়ণ পালের ছেলে রতন পাল জানান, তার বাবা সোমবার (২০ অক্টোবর) সকালে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে মঙ্গলবার (২১ অক্টোবর) মির্জাপুর থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করা হয়।
বুধবার দুপুরে বাড়ির পাশের পুকুরে ভেসে ওঠা লাশটি দেখে স্থানীয়রা পরিবারকে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
রতন পাল আরও জানান, কিছুদিন আগে তার বাবা ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন এবং এরপর থেকেই তিনি মানসিকভাবে কিছুটা অস্বাভাবিক আচরণ করতেন।
এ বিষয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”