মির্জাপুর
,
সংবাদ দাতা
টাঙ্গাইলের মির্জাপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা রিয়াদ খান প্যারোলে মুক্তি পেয়ে প্রয়াত বাবার জানাজায় অংশ নিয়েছেন। শনিবার (১০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার উয়ার্শী ইউনিয়নের উয়ার্শী সামাজিক কবরস্থানে তিনি বাবা শহীদুজ্জামান খানের জানাজা নামাজ পড়ান।
রিয়াদ খান উয়ার্শী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক। তিনি বর্তমানে একটি মামলায় ২২ ডিসেম্বর থেকে টাঙ্গাইল জেলা কারাগারে আটক রয়েছেন।
জানা গেছে, শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় রিয়াদ খানের বাবা শহীদুজ্জামান খান ইন্তেকাল করেন। বাবার মৃত্যুর পর শনিবার সকালে রিয়াদের বড় ভাই অয়ন খান আইনজীবীর মাধ্যমে আদালতে প্যারোলে মুক্তির আবেদন করেন। আদালতের নির্দেশে পুলিশ বেলা সাড়ে ১১টার দিকে হ্যান্ডকাফ ও দড়িসহ নিরাপত্তার মধ্যে রিয়াদ খানকে উয়ার্শী গ্রামের বাড়িতে নিয়ে আসে। পরে স্থানীয় মুসল্লিদের উপস্থিতিতে দুপুর ১২টায় জানাজা সম্পন্ন হয়।
নিষিদ্ধ ছাত্রলীগের মির্জাপুর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক ওয়াকিল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৪ আগস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসংলগ্ন গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে পুলিশের ছররা গুলিতে গোড়াই ইউনিয়নের লালবাড়ি গ্রামের হিমেলের দুই চোখ অন্ধ হয়ে যায়। এ ঘটনায় হিমেলের মা নাছিমা বেগম টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পুলিশ, সাংবাদিক ও আওয়ামী লীগ নেতাসহ ১০০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৪০০-৫০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলার তদন্তে রিয়াদ খানের সংশ্লিষ্টতা পাওয়ায় গত বছরের ২২ ডিসেম্বর সন্ধ্যায় পুলিশ তাকে উয়ার্শী ইউনিয়নের মল্লিক মার্কেট এলাকার একটি রেস্টুরেন্ট থেকে গ্রেপ্তার করে।











