টাঙ্গাইলের মির্জাপুরে বজ্রপাতে বেল্লাল হোসেন (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার তরফপুর ইউনিয়নের ডৌহাতলী বড়চালা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বেল্লাল হোসেন ওই গ্রামের স্থায়ী বাসিন্দা।
তরফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজ রেজা জানান, দুপুর দেড়টার দিকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হলে বেল্লাল হোসেন বাড়ির উঠানে কাজ করছিলেন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।