টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চলের মমিননগর এলাকায় অবস্থিত বার্ডস গ্রুপের অন্তর্ভুক্ত পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান “বার্ডস অ্যান্ড জেড লিমিটেড” বৈদেশিক রপ্তানি অর্ডারের সংকট ও অর্থনৈতিক মন্দার কারণে উৎপাদন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে।
রোববার (১০ আগস্ট) সকালে কারখানা কর্তৃপক্ষ এক নোটিশে জানায়, বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১২ (১) ও ১২ (৮) ধারা অনুযায়ী লে-অফ কার্যকর হবে। এ সময়ে কর্মীদের কর্মস্থলে হাজিরার প্রয়োজন নেই। এক বছরের বেশি চাকরিকাল সম্পন্ন করা শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তাদের ক্ষতিপূরণ প্রদান করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়।
কর্তৃপক্ষ জানায়, কোভিড-১৯ মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে দীর্ঘদিন ধরে বিদেশি রপ্তানি অর্ডারের তীব্র সংকট দেখা দিয়েছে। সাব-কন্ট্রাক্টের মাধ্যমে উৎপাদন চালু রাখার চেষ্টা করা হলেও বর্তমানে তা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে, ফলে প্রতিষ্ঠানটি ধারাবাহিক লোকসানে পড়েছে।
কারখানা বন্ধের ঘোষণায় শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দিলে তারা ফ্যাক্টরির সামনে অবস্থান নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী, শিল্প পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।
বার্ডস অ্যান্ড জেড লিমিটেড-এর ম্যানেজার সাদত আনোয়ার জানান, “অর্ডার সংকট কাটলে দ্রুত সময়ের মধ্যে উৎপাদন কার্যক্রম পুনরায় শুরু করা হবে।”