টাঙ্গাইলের মির্জাপুরে মাসব্যাপী বিজয় মেলায় বিজয়ের গল্প বললেন ৭১’র রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা। শুক্রবার রাতে উপজেলা সদরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ গল্পের আসরের আয়োজন করা হয়।
মির্জাপুর উপজেলা পরিষদের উদ্যোগে ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফার সভাপতিত্বে স্বাধীনতা যুদ্ধের ঘটনাবলী তুলে ধরে আলোচনায় অংশ নেন টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা সংসদদের সাবেক কমান্ডার ফজলুল হক বীর প্রতিক।
৭১’র রানাঙ্গনের এই যুদ্ধা কার ডাকে কি কারণে স্বাধীনতা যুদ্ধে অংশ নেন, পাকবাহিনীর সঙ্গে কোথায় কোথায় সম্মুখ যুদ্ধ হয়, সেযুদ্ধে কতজন সহকর্মী শহীদ হন তিনি তার বক্তব্যে সে স্মৃতি উল্লেখ করেন। এ সময় উপস্থিত সকল শ্রোতা নীরবে যুদ্ধ দিনের সেই গল্প শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন।
এছাড়া আলোচনায় আরও অংশ নেন টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার আবুল কালাম আজাদ বীর বিক্রম, মির্জাপুর উপজলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার সরকার হিতেশ চন্দ্র পুলক, অধ্যাপক দুর্লভ বিশ্বাস। এরাও ৭১’র রণাঙ্গনের সেই রক্তঝড়া দিনগুলোর কথা তাদের বক্তব্যে তুলে ধরেন।
অনুষ্ঠানে শুভেচ্চা বক্তৃব্য রাখেন মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মালেক, ভাইস চেয়ারম্যান আজাহারুল ইসলাম প্রমুখ।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠ শিল্পী লুইপাসহ বিভিন্ন শিল্পী।