টাঙ্গাইলের মির্জাপুরে ভারি বর্ষণে ভেঙে যাওয়া গুরুত্বপূর্ণ তক্তারচালা-পাথরঘাটা সড়কের ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত সময়ে সংস্কার করে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.বি.এম আরিফুল ইসলামের নির্দেশে মাত্র দুই দিনের মধ্যেই সড়কটি পুনঃসংস্কার করা হয়।
শনিবার (১২ জুলাই) দিনভর ভাঙা অংশে মাটি ও খোয়া ফেলে রাস্তাটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এর আগে বুধবার (৯ জুলাই) রাতে ভারি বৃষ্টিতে সড়কের বরদাম অংশ ভেঙে বড় গর্তের সৃষ্টি হলে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ইউএনও সরেজমিনে পরিস্থিতি পরিদর্শন করে দ্রুত সংস্কারের নির্দেশ দেন।
এ সড়কটি উপজেলা সদরের সঙ্গে উত্তরাঞ্চলের চারটি ইউনিয়নের অন্তত ২০টি গ্রামের মানুষের চলাচলের একমাত্র পথ হওয়ায় রাস্তা ভেঙে পড়ায় চরম জনদুর্ভোগে পড়েছিলেন স্থানীয়রা।
উপজেলা প্রকৌশলী মনিরুল সাজ রিজন জানান, ইউএনও স্যারের নির্দেশনা অনুযায়ী দ্রুত কাজ শেষ করা হয়েছে। স্থানীয় চেয়ারম্যান আলী হোসেন রনিসহ সংশ্লিষ্টরা পুরো কাজ তদারকি করেন।
ইউএনও এ.বি.এম আরিফুল ইসলাম জানিয়েছেন, জনগুরুত্ব বিবেচনায় দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।