টাঙ্গাইলের মির্জাপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশন (পৌর শাখা) নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে প্রেসক্লাব মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন শহীদুর রহমান শহীদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মির্জাপুর উপজেলা সমাজসেবা অফিসার মোবারক হোসেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন টাঙ্গাইল জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ফজলুল হক।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক কাজী তাজউদ্দিন আহমেদ রিপন। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি লাভলু সিদ্দিকী, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান প্রমুখ।
সভায় ৩৩ সদস্যের নবগঠিত পৌর কার্যনিবাহী পরিষদের সদস্যদের শপথ গ্রহণ করান জেলা শাখার সভাপতি কাজী তাজউদ্দিন আহমেদ রিপন। অনুষ্ঠান পরিচালনা করেন পৌর শাখার সাধারণ সম্পাদক রেমন মিয়া।