মির্জাপুর সংবাদদাতা:টাঙ্গাইলের মির্জাপুরে রক্ত পরীক্ষা করতে অতিরিক্ত ফি নেওয়ায় এক ক্লিনিক মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ ছাড়া অপর এক ক্লিনিক মালিককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ওষুধ কোম্পানির তিনজন প্রতিনিধিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সূচী রানী সাহা।
সূচী রানী সাহা জানান, জামুর্কীতে অবস্থিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসা রোগীদের নানাভাবে প্রলোভন দেখিয়ে দালাল চক্রের সদস্যরা পাশের বিভিন্ন ক্লিনিকে ভাগিয়ে নিচ্ছে।
এমন অভিযোগে আজ দুপুরে হাসপাতাল চত্বরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় কয়েকজন দালালকে আটক করা হয়।
আরও পড়ুন- টাঙ্গাইলে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা
আটকের খবর জানতে পেয়ে পাশের আলতাব ডায়াগনস্টিক সেন্টারের মালিক আলতাব হোসেন (৬২) তাদেরকে সেখান থেকে সটকে পড়ার ইঙ্গিত দেন।
বিষয়টি নজরে আসলে আলতাব হোসেনকে আটক করে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এদিকে রক্ত পরীক্ষায় অতিরিক্ত ফি নেওয়ার কারণে একই এলাকার তাজ ক্লিনিকের মালিক আশিকুর রহমানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া অসময়ে চিকিৎসকের সঙ্গে সাক্ষাৎ করায় ওষুধ কোম্পানির তিনজন প্রতিনিধিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভ্রাম্যমাণ আদালতের বিচারক সূচী রানী সাহা।