টাঙ্গাইলের মির্জাপুরে ৯ বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগে ১৭ বছর বয়সী কিশোর অপু মিয়াকে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার (১২ অক্টোবর) সন্ধ্যায় র্যাব-১৪ সিপিসি-৩ এর একটি দল টাঙ্গাইল সদর উপজেলার ভাতকুড়া তালুকদারপাড়া এলাকা থেকে তাকে আটক করে।
সোমবার (১৩ অক্টোবর) সকালে র্যাব-১৪ টাঙ্গাইল ক্যাম্পের অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) লুৎফা বেগম প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
মামলার এজাহার ও প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, ভুক্তভোগী শিশুকে নানা সময়ে খেলাধুলার কথা বলে বাড়ি থেকে ডেকে নিত অপু মিয়া। গত ৫ অক্টোবর বিকেলে মজার খাবার দেওয়ার কথা বলে শিশুটিকে নৌকায় তুলে পাশের ধানক্ষেতে নিয়ে যায় এবং নৌকার ভেতর জোরপূর্বক বলাৎকার করে।
এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে ১০ অক্টোবর মির্জাপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০২৫) এর ৯(১) ধারায় মামলা (নম্বর-১০) দায়ের করেন।
মামলার পর র্যাব সিপিসি-৩ ছায়া তদন্ত শুরু করে। গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় রোববার সন্ধ্যায় অপু মিয়ার অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে মামলার তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।