টাঙ্গাইলের মির্জাপুরে ৬০ ড্রাম তেল ডাকাতি মামলায় মো. আনোয়ার হোসেন (৪১) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রবিবার (২০ জুলাই) বিকেলে র্যাব-১৪ এর ৩ নম্বর কোম্পানি কমান্ডার মেজর মো. কাওসার বাঁধন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শনিবার বিকেলে ময়মনসিংহের ভালুকা উপজেলার মাষ্টারবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আনোয়ার হোসেন ভালুকার মাষ্টারবাড়ির আব্দুল বারেকের ছেলে।
র্যাব জানায়, গত ২৮ নভেম্বর সন্ধ্যায় প্রায় ২০ লাখ টাকা মূল্যের ৪৫ ড্রাম সয়াবিন তেল ও ১৫ ড্রাম পাম ওয়েল নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে ট্রাকে করে জয়পুরহাটে যাচ্ছিল। ৩০ নভেম্বর ভোরে টাঙ্গাইলের মির্জাপুরের ফতেপুর শুভূল্যা এলাকায় ৭-৮ জন ডাকাত ডিবি পুলিশ পরিচয়ে ট্রাকটি থামিয়ে চালক ও হেলপারকে বেঁধে রাস্তার পাশে ফেলে রেখে পুরো ৬০ ড্রাম তেল লুট করে নেয়।
এ ঘটনায় ট্রাকচালক মো. আবুল বাশার বাদী হয়ে ২ ডিসেম্বর মির্জাপুর থানায় ডাকাতি মামলা দায়ের করেন। মামলার পর র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং অভিযুক্তদের শনাক্ত করতে অভিযান চালায়।
র্যাব কমান্ডার মেজর মো. কাওসার বাঁধন জানান, গ্রেপ্তার আনোয়ার হোসেনকে মির্জাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, রোববার দুপুরে আনোয়ার হোসেনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।