টাঙ্গাইলের মির্জাপুরের আল ফিসা হযরত জিসান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয় কবি নজরুল ইসলাম হল শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তিনি মির্জাপুর পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞার ছেলে। একই কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মেহেদী হাসান ইমন।
শুক্রবার (৮ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার আহবায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর এবং সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনীক স্বাক্ষরিত এক পত্রে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্যান্য নেতারা হলেন—সিনিয়র সহসভাপতি সাব্বির আহমেদ, সহসভাপতি এ এম রাফিদ উল্লাহ (রাফিদ), সিনিয়র যুগ্ম সম্পাদক খন্দকার মুতাহাম্মিদ মুয়ীদ, যুগ্ম সম্পাদক ইরতিজা আল হাসিন ও দেবজীত নন্দী সৃজন, সাংগঠনিক সম্পাদক রফিকব মাওলা।
অনুমোদনপ্রাপ্ত নেতৃবৃন্দকে আগামী ১৫ দিনের মধ্যে হল শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্বাচিত সাধারণ সম্পাদক আল ফিসা হযরত জিসান বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের প্রতীক তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে রাজপথে থেকে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে নেতৃত্ব দিয়ে যাবো।”