মির্জাপুর সংবাদদাতা : টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব খলিলুর রহমানের জানাযা সম্পন্ন তার নিজ প্রতিষ্ঠান মাঠে।
ঢাকাস্থ জাপান গার্ডেন সিটি লিমিটেড; বাঁশতৈল খলিলুর রহমান ডিগ্রী কলেজ; বাঁশতৈল মো. মুনশুর আলী উচ্চ বিদ্যালয়; হাজী ময়েজ উদ্দিন দাখিল মাদ্রাসা ও খলিলুর রহমান এতিমখানার প্রতিষ্ঠাতা তিনি।
এছাড়ও বাঁশতৈল থানা, একটি মেডিকেল কলেজ ও একটি ফার্মাসিউটিক্যালস কোম্পানীর প্রস্তাবক ও উদ্যোক্তা ছিলেন খলিলুর রহমান।
এই শিক্ষানুরাগী, দানবীর ও শিল্পপতি বিভিন্ন মসজিদের প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভুমিকা রাখেন।
তিনি এবছরের ১৪ মার্চ থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না-লিল্লাহি…..রাজিউন)।
আজ ১৯ মার্চ বাদ আসর তার নিজস্ব প্রতিষ্ঠান বাঁশতৈল খলিলুর রহমান ডিগ্রী কলেজ মাঠে তার ২য় জানাযা শেষে তার নিজ গ্রাম পাঁচগাও পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
জানাযায় জেলা ও উপজেলা পর্যায়ের রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দসহ হাজার হাজার শুভাকাঙ্খী উপস্থিত ছিলেন।
গুনী এই দানবীরের মৃত্যুতে তার পরিবার সহ বাঁশতৈল ইউনিয়নে শোকের ছায়া নেমে এসেছে।
মৃত্যুর সময় তিনি তার স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পরিবারের পক্ষ থেকে দেশবাসীর নিকট দোয়া ও আশীর্বাদ চেয়েছেন। সম্পাদনা – অলক কুমার