৫ অক্টোবর (রবিবার) সাবেক শিক্ষিকা ও মননশীল আলোকিত ব্যক্তিত্ব মিসেস মন্জুলা সাঈদের বাসভবনে মুক্ত পাঠাগার উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাষাসৈনিক বীর মুক্তিযোদ্ধা এম. এ. আকন্দ এবং বীর মুক্তিযোদ্ধা মো. আবু সাঈদ খান (খোকা)।
ছায়ানীড়ের পরিচালনায় এই মুক্ত পাঠাগারে স্বনামধন্য লেখকের ১০০টি বই সরবরাহ করা হয়েছে এবং পাঠকদের জন্য সেলফ ব্যবস্থা রাখা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছায়ানীড়ের নির্বাহী পরিচালক অধ্যাপক মো. লুৎফর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবু মাসুম, লেখক ও সংগঠক নুরুল ইসলাম বাদল, দৈনিক ইন্তেজার পত্রিকার নির্বাহী সম্পাদক সাজ্জাদুল বারী, ছায়ানীড়ের প্রকাশনা বিভাগের পরিচালক তারুণ্য তাওহীদ, প্রামাণ্যচিত্র নির্মাতা সাহিদা আরবী, নিলা বেগমসহ আরও অনেকে। মুক্ত পাঠাগারের মাধ্যমে স্থানীয় জনগণ সহজে বিভিন্ন ধরনের বই পড়ার সুযোগ পাবেন এবং জ্ঞানের প্রসার ঘটবে।