মুন্সিগঞ্জের শ্রীনগরে বাড়ির পাশের পুকুর থেকে লামিয়া ও সামিহা নামে পাঁচ মাস বয়সী দুই যমজ শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৭ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার কুকুটিয়া ইউনিয়নের বিবন্দি এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
স্বজনরা জানান, রাত ৮টার দিকে হঠাৎ সোহাগ শেখের ঘর থেকে চিৎকার-চেঁচামেচির শব্দ শুনে নিহতদের চাচা সাকিব ছুটে আসেন। তখন শিশুদের মা জানায়, তার স্বামী সোহাগ শেখ দুই শিশুকে পুকুরে ফেলে দিয়েছে। কিন্তু তখন সোহাগ শেখকে ঘরে পাওয়া যায়নি। পরে প্রতিবেশীরা পুকুর থেকে শিশু দুটিকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সিনথিয়া নূর জানান, শিশু দুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হুদা খান জানান, প্রাথমিকভাবে সন্দেহের ভিত্তিতে দুই শিশুর বাবা-মাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।