মোংলায় বাংলাদেশ কোস্ট গার্ডের নেতৃত্বে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে বন্দর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলেন— মোঃ বেল্লাল হোসেন (৪০) ও মোঃ সগির হোসেন (৫২), উভয়ই বাগেরহাট জেলার মোংলা সদরের বাসিন্দা।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানিয়েছেন, “দুপুর ২টায় নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে বন্দর বহুমুখী মাদ্রাসা সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় ২ লক্ষ ৫১ হাজার টাকার ১ কেজি গাঁজা ও ৪৩৭ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।”
তিনি আরও জানান, এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ চলছে। ভবিষ্যতেও মাদক পাচার রোধে কোস্ট গার্ড এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।











