রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মঙ্গলবার (১৮ মার্চ) ১০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ইমরান (৩০), তানভীর (২৭), শফিকুল ইসলাম (৩০), জনি খান (৩০), রাহাত (২২), রিপন (৩৫), গোলাপ (৪০), হাফিজুর রহমান (২৫), নুর ইসলাম (৫০) এবং ইউসুফ (৪০) রয়েছে।
এসি মেহেদী হাসান জানান, গ্রেপ্তারদের মধ্যে পাঁচজন মাদক মামলার, দুইজন অন্যান্য মামলার, একজন দ্রুত বিচার আইনের, একজন দস্যুতার মামলায় এবং একজন পরোয়ানাভুক্ত আসামি ছিলেন। তাদের সবাইকে আদালতে পাঠানো হয়েছে।