টাঙ্গাইল জেলায় যমুনাসহ প্রায় সব নদীতেই অস্বাভাবিক হারে পানি বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় যমুনা নদীতে ৫৪ সেন্টিমিটার ও ঝিনাই নদীতে ৫২ সেন্টিমিটার পানি বেড়েছে। অতিবৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা ঢলে এই পানি বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে টাঙ্গাইলের পোড়াবাড়ি পয়েন্টে যমুনা নদীর পানির স্তর রেকর্ড করা হয়েছে ১০.০৬ মিটার, যা বিপদসীমার ১.৭০ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে বংশাই, ধলেশ্বরী, ঝিনাই ও ফটিকজানি নদীতেও পানির স্তর দ্রুত বাড়ছে।
চরাঞ্চলের কৃষকরা জানান, মাত্র একদিনে যমুনায় আড়াই ফুট পানি বেড়েছে—যা এবছরের জন্য একেবারেই অস্বাভাবিক। এভাবে পানি বাড়তে থাকলে কয়েক দিনের মধ্যেই ফসলি জমি তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ফলে শীতকালীন সবজি চাষসহ অন্যান্য আবাদ ব্যাহত হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন কৃষকরা।
পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মো. রাখিল রায়হান বলেন, “উজানে ভারী বৃষ্টির কারণে যমুনায় পানি অস্বাভাবিকভাবে বেড়েছে। আপাতত বড় কোনো বন্যার আশঙ্কা নেই। তবে অতিবৃষ্টিতে কৃষিজমিতে পানি জমে শীতকালীন ফসল ক্ষতির মুখে পড়তে পারে। আগামী তিন দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে, এরপর পানি স্থিতিশীল হতে পারে।”