ফ্লোরিডার এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ওই ব্যক্তি গাড়িতে থাকা দুই ব্যক্তিকে গুলি করে হত্যার চেষ্টা করেছিলেন। অভিযুক্ত ব্যক্তি ফিলিস্তিনি ভেবে গুলি চালিয়েছিলেন। পরে জানা যায়, যে দুইজনকে গুলি করা হয়েছে, তারা আসলে ফিলিস্তিনি নন ইসরায়েলি পর্যটক।
ভুক্তভোগী দুইজন হলেন অ্যারি রাভে ও তার বাবা। পুলিশ জানিয়েছে, গত শনিবার এ ঘটনা ঘটে। ফ্লোরিডার এই বাসিন্দার নাম মর্দেচাই ব্রাফম্যান। বয়স ২৭ বছর।
তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার ব্রাফম্যানের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়। মিয়ামি বিচ পুলিশ বলেছে, জিজ্ঞাসাবাদে ঘটনার দায় স্বীকার করেছেন ব্রাফম্যান। মায়ামি বিচ পুলিশের শেয়ার করা একটি পুলিশ প্রতিবেদনে দেখা গেছে, পুলিশের সাক্ষাৎকারে ব্রাফম্যান বলেছেন, মায়ামি বিচে ট্রাক চালানোর সময় তিনি দুইজন লোককে দেখেন এবং তাদের তিনি ফিলিস্তিনি বলে মনে করেছিলেন।
এরপর ট্রাক থামিয়ে নেমে এসে হত্যার উদ্দেশ্যে ওই দুই ব্যক্তিকে গুলি করেন তিনি। তবে, নিহতরা বেঁচে যান। একজনের কাঁধে গুলি লেগেছে এবং অন্যজনের বাহুতে আঘাত লেগেছে। পুলিশ পরে জানিয়েছে, তারা আসলে ইসরায়েলি পর্যটক, ফিলিস্তিনি নন। মানবাধিকার কর্মীরা বলছেন,৭ অক্টোবর ২০২৩ সালে ইসরায়েল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে মুসলিম-বিরোধী, ফিলিস্তিনি-বিরোধী এবং ইহুদি-বিরোধী ঘৃণা বৃদ্ধি পেয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যান্য সাম্প্রতিক ঘটনার মধ্যে রয়েছে টেক্সাসে ৩ বছর বয়সী এক ফিলিস্তিনি আমেরিকান মেয়েকে ডুবিয়ে হত্যার চেষ্টা, ইলিনয়ে ৬ বছর বয়সী এক ফিলিস্তিনি আমেরিকান ছেলেকে ছুরিকাঘাত, টেক্সাসে এক ফিলিস্তিনি আমেরিকান পুরুষকে ছুরিকাঘাত, নিউইয়র্কে এক মুসলিম পুরুষকে মারধর, ক্যালিফোর্নিয়ায় ফিলিস্তিনি-পন্থী বিক্ষোভকারীদের ওপর সহিংস জনতার আক্রমণ এবং ভার্মন্টে তিনজন ফিলিস্তিনি আমেরিকান ছাত্রকে গুলি।
ইহুদি-বিদ্বেষের ঘটনাগুলোর মধ্যে রয়েছে কর্নেল বিশ্ববিদ্যালয়ে ইহুদিদের বিরুদ্ধে সহিংসতার হুমকি, নিউ ইয়র্কের একটি ইহুদি কেন্দ্রে আক্রমণের ব্যর্থ ষড়যন্ত্র, মিশিগানে একজন ইহুদি ব্যক্তি, মেরিল্যান্ডে একজন রাব্বি এবং শিকাগোতে দুই ইহুদি ছাত্রের ওপর শারীরিক আক্রমণ।