যুদ্ধবিরতি আলোচনার ব্যর্থতার পর গাজায় ভয়াবহ সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েল। লাগাতার বিমান হামলায় নিহত হয়েছেন দুই শতাধিক ফিলিস্তিনি। আহত হয়েছেন বহু মানুষ। মঙ্গলবার (১৮ মার্চ) এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
রয়টার্স জানায়, ইসরায়েলি বিমান হামলায় গাজা উপত্যকা জুড়ে কমপক্ষে ১০০ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে অনেক শিশুও রয়েছে। আলজাজিরার সরাসরি সম্প্রচারে জানানো হয়েছে, গাজার সর্বত্র চালানো হামলায় নিহতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে এবং আহতের সংখ্যাও ব্যাপক। ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি শুরু হওয়ার পর এটিই ইসরায়েলের সবচেয়ে বড় হামলা।
গাজা সিটির উত্তরে ইসরায়েলি হামলায় অন্তত ২০ জন নিহত এবং ৫০ জনের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছেন আলজাজিরা আরবির সংবাদদাতা।
গাজার মধ্যাঞ্চলের আল-দারাজ পাড়ায় অবস্থিত বাস্তুচ্যুতদের আশ্রয়স্থল আল-তাবি’ইন স্কুলেও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত পাঁচজন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন।
এছাড়া দক্ষিণ গাজার খান ইউনিসের পশ্চিমে মাওয়াসি এলাকায় আশ্রয় নেওয়া মানুষের তাঁবুতে হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে জানানো হয়েছে, আলোচনা ব্যর্থ হওয়ার পরই আবার হামলা শুরু করা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদক বারাক রভিদ জানিয়েছেন, হামাস যুদ্ধবিরতি বাড়ানোর মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করার পর ইসরায়েল নতুন করে সামরিক অভিযান শুরু করেছে।
ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা গাজায় ব্যাপকভাবে হামলা চালাচ্ছে এবং হামাসের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে সামরিক অভিযান অব্যাহত রেখেছে।