যুবদলের পরিচয় ব্যবহার করে কেউ অবৈধ দখল বাণিজ্যে জড়ালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্তদের দ্রুত আটক করে যুবদল কেন্দ্রীয় দপ্তরে জানানোর জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হচ্ছে।
সোমবার (১৭ মার্চ) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজধানীর গুলিস্তানসহ বিভিন্ন এলাকার ফুটপাত দখল করে কিছু দুষ্কৃতকারী জনসাধারণের স্বাভাবিক চলাচলে বাধা সৃষ্টি করছে এবং ফুটপাত কেন্দ্রিক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষে জড়াচ্ছে। বিএনপির অন্যতম অঙ্গসংগঠন হিসেবে জাতীয়তাবাদী যুবদল সবসময় এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে সোচ্চার থেকেছে এবং ভবিষ্যতেও কঠোর অবস্থানে থাকবে।
যুবদলের পক্ষ থেকে জানানো হয়েছে, দলে কারও এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের প্রমাণ মিললে তাৎক্ষণিকভাবে অভ্যন্তরীণ তদন্তের মাধ্যমে তাকে বহিষ্কারসহ দলীয় ও আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে দুষ্কৃতকারীদের একটি চক্র নিজেদের অপরাধ আড়াল করতে যুবদলের পরিচয় ব্যবহার করছে, যা সংগঠনের ইমেজ ক্ষুণ্ন করছে।
এ অবস্থায়, গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে, অপরাধীদের প্রকৃত পরিচয় নিশ্চিত হয়ে সংবাদ প্রকাশ করতে। একইসঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়েছে, দখল বাণিজ্যে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে।
যুবদলের পক্ষ থেকে সচেতন নাগরিকদেরও অনুরোধ করা হয়েছে, যদি কেউ সংগঠনের নাম ব্যবহার করে দখল বাণিজ্যে লিপ্ত হয়, তাহলে তাৎক্ষণিকভাবে তাকে আটক করে যুবদল কেন্দ্রীয় দপ্তরে জানানোর জন্য (যোগাযোগ: দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল – ০১৮১৯২৯৫১০৬, সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া – ০১৭১২০৬১১৯৮) ব্যবস্থা নিতে।